Saturday, November 13, 2021

পৃথিবীর সবচেয়ে বড় গাড়ি

 

পৃথিবীর সবচেয়ে বড় গাড়ি 

১৯৮৬ সালে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি হিসেবে গ্রিনেস রেকর্ডে নাম ঔঠে লিমুজিন নামের একটি গাড়ি

একটি গাড়ি সাধারনত -১০ ফুট হয় কিন্তু লিমুজিন গাড়িটি ১০০ ফুটের এই অসম্ভব কাজটি করে দেখিয়েছিলেন ওরবার্গ নামের একজন ডিজাইনার তিনি সিনেমার কাজের জন্য এই গাড়িটির মডেল তৈরি করেছিলেন 

এই গাড়ির ২৬ টি চাকা ছিল এই গাড়িটি দুই প্রান্ত দিয়েই চালানো যেত এই গাড়িটা দেখতে অনেকটা ট্রেনের মতো এই গাড়ির সামনে ও পিছনে মোট ৮টি ইজ্জিন ছিল এই গাড়িতে একটা বিলাসবহুল হোটেলের সমান সুবিধা পাওয়া যেত এই গাড়ি টিতে একসঙ্গে ৭০ জন যেতে পারতেন

 এই গাড়ি টিতে টিভি,ফ্রিজ,সুইমিং পুল এমনকি হেলিপ্যাড ও ইনডোর গেমসের ব্যবস্থা ছিল বেশ কয়েকটা সিনেমা এবং ব্যক্তিগত প্রয়োজনে গাড়িটি ভাড়া দেওয়া হতো প্রতি ঘন্টায় ৫০-২০০ ডলার পর্যন্ত ভাড়া দেওয়া হতো

কিন্তু গাড়িটি বেশিদিন স্হায়ী ছিলনা ২০১২ সালের দিকে গাড়িটির চাকা সম্পূর্ণরুপে থমকে যায়  চাকা ও জানালা বাদে সমস্ত গাড়িটি ক্ষতিগ্রস্থ হয় 

২০১৯ সালের দিকে গাড়িটি মেরামতের ব্যবস্হা করা হয় কিন্তু করোনার কারনে এখনও গাড়িটি মেরামত সম্পূর্ণ হয়নি আশা করা যায় খুব দ্রুতই লিমুজিন গাড়িটি নিয়ে রাস্তায় চলতে দেখবে পুরো  বিশ্ববাসী-ইন্ডিয়া টাইমস...

সম্পাদনায়  এবং পরিচালায়

মোঃ আমিরুল ইসলাম 

Aja Tv News

1 comment:

  1. অনেক ভালো তথ্য জানলাম

    ReplyDelete