Sunday, November 21, 2021

বিয়ের প্রলোভন দেখিয়ে গ্রামের বাড়ি নিয়ে তরুণীকে ধর্ষণ

 এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রোববার ভিকটিম নিজে বাদী হয়ে মামলা করেন।


মামলার এজাহারে বলা হয়,উপজেলার রাজিবপুর ইউনিয়নের বিলখেরুয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আবু তালেব ওরফে পিনু মিয়া এবং ওই একই গ্রামের এক তরুণী (২১)।সে গাজীপুরের টেক্সটাইল মিলে তার বাবা মায়ের সঙ্গে কাজ করে । পিনু মিয়ার সঙ্গে ওই তরুণীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এরপর থেকে প্রায়ই বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল পিনু।


১৪ নভেম্বর পিনু মিয়া বিয়ে করার কথা বলে মেয়েটিকে গাজীপুর থেকে গ্রামের বাড়ি বিলখেরুয়াতে নিয়ে যায়। ওই রাতেই পিনু মিয়া তরুণীকে ধর্ষণ করে। পরদিন ১৫ নভেম্বর বিয়ের কথা বললে পিনু মিয়া নানা রকম টালবাহানা শুরু করে।


এ বিষয়ে থানায় মামলা করতে চাইলে স্থানীয়রা মীমাংসার জন্য তরুণীকে মামলা করতে নিষেধ করে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় ২১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনকে আসামি করে তরুণী থানায় মামলা করেন।


ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা,হয়েছে। আসামিদেরকে গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে

Monday, November 15, 2021

আবরার হত্যা মামলার রায় ঘোষণা ২৮ নভেম্বর

আবরার হত্যা মামলার রায় ২৮ নভেম্বর 
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলার রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর ধার্য করেছে আদালত। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারক (রাষ্ট্রপক্ষ) এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন নির্ধারণ করা হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঁঞা জানান, আমরা ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছি। আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি। অপরদিকে আসমিপক্ষের আইনজীবীরা বলেন রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। আসামিরা খালাস পেতে পারে বলে আশা করছেন তারা। ২০১৯ সালের ৫ অক্টোবর শেরে বাংলা হলের গেস্টরুমে আসামিরা সভা করে বুয়েটের ১৭তম ব্যাচের ছাত্র আবরারকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে। পরদিন আবরারকে পিটিয়ে হত্যা করে। আবরার নিহতের ঘটনায় তার বাবা মো. বরকত উল্লাহ বাদী হয়ে ওই বছরের ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে গত বছরের ১৩ নভেম্বর আদালতে মামলার চার্জশিট (অভিযোগপত্র) জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৫ জনকে অাসামি করে এ চার্জশিট দেওয়া হয়। এদের মধ্যে ১১জন আসামি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন। বাকি ১৪ জন বিভিন্নভাবে সম্পৃক্তত থাকার কারণে চার্জশিটে এদের নাম অন্তর্ভুক্ত করা হয়। গত বছরের ২১ জানুয়ারি মাসে এই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়। সেই বছরের ১৮ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ মামলাটি বদলি করার আদেশ দেন। এরপর একই বছরের ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করা হয়। ১৪ মার্চ এ মামলায় কারাগারে থাকা ২২ আসামি আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেদেরকে নির্দোষ দাবি করেন। অপরদিকে তিন আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি। ৭ সেপ্টেম্বর মামলায় কিছু ত্রুটি থাকার কারনে রাষ্ট্রপক্ষ পুনরায় চার্জ গঠনের আবেদন করে। ৮ সেপ্টেম্বর আদালত ২৫ আসামির বিরুদ্ধে পুনরায় চার্জ গঠন করে। এরপর ১৪ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে ২২ আসামি ফের নিজেদেরকে নির্দোষ দাবি করে। এরপর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের শেষ পর্যায়ে এসেছে এবং এই বছরের ২৫ নভেম্বর আদালতের রায় ঘোষণার দিন ধার্য করে।

Sunday, November 14, 2021

সাবেক স্বামীকে এসিড ছোঁড়ার মামলায় শিল্পী মিলার বিচার শুরু

 

সাবেক স্বামীকে এসিড ছোঁড়ার অভিযোগে জনপ্রিয় 
শিল্পী মিলার বিরুদ্ধে মামলা

জনপ্রিয় শিল্পী মিলার বিরুদ্ধে সাবেক স্বামী এস এম সানজারিকে অ্যাসিড ছোড়ার অভিযোগে মামলা  হয়েছে। বুধবার  উওরা পশ্চিম থানায় পাইলট এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির মামলাটি দায়ের করেন। শিল্পী মিলা সহ তার সহকারি পিটার কিমকে মামলার আসামি করা হয়েছে। 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান অ্যাসিড অপরাধ দমন আইনের ৫ (খ) ৭ ধারায় জনপ্রিয় শিল্পী  মিলার বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক স্বামী  পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। উত্তরায় তিন নম্বর সেক্টরের ৭/বি নম্বর সড়কে তাঁর ছেলে এস এম পারভেজের গায়ে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ করে  মিলা ও পিটার কিমকে আসামি করে মামলা দায়ের করেন তার বাবা।

জনপ্রিয় শিল্পী মিলার সাবেক স্বামী এস এম সানজারি ২ জন দুর্বৃওের ছোড়া এসিডে দ্বগ্ধ হন।ওইদিন রাত ৩টার দিকে উওরা ৩ নম্বর সেক্টরে কে বা কারা এসিড নিক্ষেপ করে তিনি ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 

২০১৭ সালের মে মাসে তাদের দুজনের বিয়ে হয়।ছয় মাস সংসার চলার পর ওই বছরের সেপ্টেম্বরে তাদের ডিভোর্স হয়। ২০১৭ সালের অক্টোবরে পারভেজের রিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মিলা এই নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ চলে আসছিল তাই এই ঘটনায় মিলা জড়িত থাকতে পারে বলে ধারনা পারভেজের

চিকিৎসাধীন অবস্থায় পারভেজ সাংবাদিকদের জানান তিনি ৮ টার সময় বাসা থেকে মোটরসাইকেলে বের হন কিছুদূর   যাওয়ার পর  পিটার তাকে মোটরসাইকেল থামাতে সংকেত দেয় তিনি মোটরসাইকেল থামানো মাএই পিটার তাকে এসিড ছুঁড়ে পালিয়ে যাই। বিয়ে বিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি হুমকির ভিতর থাকতেন।মিলা তাকে সবসময় হুমকির ভিতর রাখতেন। তাই এই ঘটনায় মিলা জড়িত থাকতে পারে বলে তার ধারণা।


জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারনে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে

দ্রব মূল্যের দাম বৃদ্ধি 



রোববার সংসদে জ্বালানী তেলের দাম নির্ধারণ নিয়ে আলোচনা করা হয় সেখানে পয়েন্ট অব অর্ডারে জ্বালানি তেলের দাম নির্ধারণের ওপর জোর দেওয়া হয় সংসদ সদস্যরা জানান জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারনে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে সংসদ সদস্যরা তেলের দাম পূনঃ নিধারণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংসদ অধিবেশন শুরু হয় বিকাল ৭ তায় ড. শিরিন শারমিনের সভাপতিত্বে অধিবেশনে ডিজেলের দাম বৃদ্ধির কারনে জনভোগান্তির কখা তুলে ধরেন সংসদ সদস্যরা জ্বালানী তেলের দাম সমন্বয়ের জন্য তারা অনুরোধ জানান বর্তমান সময়ে ডিজেলের দাম বৃদ্ধির ফলে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গিয়েছে এতে করে সাধারণ জনগণ বিপাকে পড়ে গেছে আর এ কারণে জ্বালানী তেলের দাম কমানো উচিত বলে মনে করেন সংসদ সদস্যরা

Saturday, November 13, 2021

গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্য খুন

গাইবান্ধায় ইউপি সদস্য খুন


 গাইবান্ধায় নব নির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফ খুন হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ দিকে শুক্রবার নবনির্বাচিত ইউপি সদস্য  আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিনের সাথে লক্ষীপুর থেকে বাড়ি ফিরছিলেন একটি ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে হেঁটে পার হওয়ার সময় স্হানীয় যুবক আরিফ রোড দিয়ে আব্দুর রউফ এর উপর হামলা চালায় এবং রড দিয়ে মাথায় বাড়ি দিয়ে ঔ যুবক পালিয়ে যাই এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যুবকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

সম্পাদনায় ও পরিচালনায়

মোঃ আমিরুল ইসলাম 

Aja Tv News

এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত- অংশ নিচ্ছে ২২ লক্ষেরও অধিক শিক্ষার্থী

  

এসএসসি পরিক্ষা ২০২১

করেনাকালে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার দেড় বছর পর এসএসসি পরিক্ষা শুরু হয়েছে আজ প্রথমদিন পরীক্ষা হচ্ছে পদার্থ বিজ্ঞানের এবার এসএসসি পরিক্ষায় অংশ নিচ্ছে  ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবার এসএসসি পরীক্ষায় ১০০ মার্কের পরিবর্তে সংক্ষিপ্ত সিলেবাসে  পরিক্ষা হবে ৫০ মার্কের পরিক্ষা চলবে সকাল ১০ টা থেকে ১১.৩০ পর্যন্ত পরিক্ষার বিকল্প প্রশ্ন থাকবে আগের মতোই পরিক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীরা আসন গ্রহন করেন আগামীকাল মানবিক বিভাগের বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা পরিক্ষা এবং বিকালে ব্যবসায় শিক্ষা  বিভাগের হিসাববিজ্ঞান পরিক্ষা হবে এবার এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবারের এসএসসি পরিক্ষা শেষ হবে ২৩ নভেম্বর 

নিউজিল্যান্ড সফরে শুধুমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ

নিউজল্যান্ড সফরে শুধুমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ 
নিউজল্যান্ডের সফরে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের শুক্রবার নিউজিল্যান্ডে বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত হয় তাতে টি-২০ সিরিজ নেই বিবিসি জানিয়েছে আলোচনাতে টি-২০ সিরিজ ছিলনা ভূলটা করেছিল আইসিবি ২০২২ সালের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। দুটি টেস্ট ও তিনটি টি-২০ সিরিজ ম্যাচ খেলতে আজ পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসছে। এই সিরিজ শেষ হবে ৮ ডিসেম্বর। এরপর নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ। সেখানে দুই সপ্তাহ কোয়ারেন্টিনের থাকার পর প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি। ৯ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে। টি ২০ সিরিজ না থাকা নিয়ে কাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আইসিসি ভুল করেছে। দুই বোর্ডের আলোচনায় শুধু দুটি টেস্ট খেলার কথা ছিল। টি ২০ সিরিজ নিয়ে আলোচনা করা হয়নি। তাই সূচি চূড়ান্তর সময়েও বিষয়টি নিয়ে কথা হয়নি।’ পাঁচ বছরে নিউজিল্যান্ডে এটি বাংলাদেশের চতুর্থ সফর। ২০১৬-১৭ মৌসুমে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দুটি টি ২০ খেলেছিল বাংলাদেশ। সেখানে টেস্ট খেলবে তারা এই প্রথমবার সম্পাদনায় ও পরিচালনায় মোঃআমিরুল ইসলাম Aja Tv News

পৃথিবীর সবচেয়ে বড় গাড়ি

 

পৃথিবীর সবচেয়ে বড় গাড়ি 

১৯৮৬ সালে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি হিসেবে গ্রিনেস রেকর্ডে নাম ঔঠে লিমুজিন নামের একটি গাড়ি

একটি গাড়ি সাধারনত -১০ ফুট হয় কিন্তু লিমুজিন গাড়িটি ১০০ ফুটের এই অসম্ভব কাজটি করে দেখিয়েছিলেন ওরবার্গ নামের একজন ডিজাইনার তিনি সিনেমার কাজের জন্য এই গাড়িটির মডেল তৈরি করেছিলেন 

এই গাড়ির ২৬ টি চাকা ছিল এই গাড়িটি দুই প্রান্ত দিয়েই চালানো যেত এই গাড়িটা দেখতে অনেকটা ট্রেনের মতো এই গাড়ির সামনে ও পিছনে মোট ৮টি ইজ্জিন ছিল এই গাড়িতে একটা বিলাসবহুল হোটেলের সমান সুবিধা পাওয়া যেত এই গাড়ি টিতে একসঙ্গে ৭০ জন যেতে পারতেন

 এই গাড়ি টিতে টিভি,ফ্রিজ,সুইমিং পুল এমনকি হেলিপ্যাড ও ইনডোর গেমসের ব্যবস্থা ছিল বেশ কয়েকটা সিনেমা এবং ব্যক্তিগত প্রয়োজনে গাড়িটি ভাড়া দেওয়া হতো প্রতি ঘন্টায় ৫০-২০০ ডলার পর্যন্ত ভাড়া দেওয়া হতো

কিন্তু গাড়িটি বেশিদিন স্হায়ী ছিলনা ২০১২ সালের দিকে গাড়িটির চাকা সম্পূর্ণরুপে থমকে যায়  চাকা ও জানালা বাদে সমস্ত গাড়িটি ক্ষতিগ্রস্থ হয় 

২০১৯ সালের দিকে গাড়িটি মেরামতের ব্যবস্হা করা হয় কিন্তু করোনার কারনে এখনও গাড়িটি মেরামত সম্পূর্ণ হয়নি আশা করা যায় খুব দ্রুতই লিমুজিন গাড়িটি নিয়ে রাস্তায় চলতে দেখবে পুরো  বিশ্ববাসী-ইন্ডিয়া টাইমস...

সম্পাদনায়  এবং পরিচালায়

মোঃ আমিরুল ইসলাম 

Aja Tv News